ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুস্তাফিজদের নতুন কোচ আ্যালান ডোনাল্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ৪ মার্চ ২০২২

অ্যালান ডোনাল্ড

অ্যালান ডোনাল্ড

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী পেস বোলার অ্যালান ডোনাল্ড। শুক্রবার সন্ধ্যায় বিসিবি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।

চলতি মাসের ১৮ তারিখে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ৫৫ বছর বয়সী এই প্রোটিয়া। থাকবেন অক্টোবর পর্যন্ত।

আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ডোনাল্ড।

আ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৩০টি টেস্ট উইকেট এবং ২৭২টি ওয়ানডে উইকেট শিকার করেছেন।

সাদা বিদ্যুৎ খ্যাত এই পেসার এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কায় পেস বোলিং বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি