ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ টাইগার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৭:২১, ৩০ জুন ২০১৭

এশিয়ান প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শ্রীলংকা লায়ন্সের কাছে বৃষ্টি আইনে ৩৩ রানে হারলেও সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ টাইগার্স ।
নেপালের কাঠমন্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লংকান যুবারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে শ্রীলংকা লায়ন্স। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯১ রান তোলে বাংলাদেশ টাইগার্স। এরপর বৃষ্টি নামলে খেলা আর মাঠে গড়ায়নি। পরবর্তীতে জয়ী ঘোষণা শ্রীলংকা লায়ন্সকে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কাল একই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি