ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ার্নের মৃত্যু: তামিম-মাশরাফি-সাকিবরা স্তম্ভিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ৫ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ক্রিকেট বিশ্ব। সেই শোক ছুঁয়েছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। ওয়ার্নের এমন মৃত্যু কোনভাবেই বিশ্বাস করতে পারছেন না দেশের সেরা ক্রিকেটাররা। 

ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “একজন কিংবদন্তির প্রয়াণ। শেন ওয়ার্ন, খেলাটার সর্বকালের সেরা একজন বোলার ছিলেন।”

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নিজের ফেসবুকে ভেরিফাইড পেইজে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, “খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম, তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার। ওয়ার্ন যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা যাদু দেখার জন্য। আর দেখা হবে না সেই যাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন।”

ওয়ানডে ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুকে ভেরিফাইড পেইজে লিখেছেন, “ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগ স্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।”

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক মুশফিকু রহিমও শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, “শেন ওয়ার্ন আর নেই, খবরটা শুনে আসলেই স্তম্ভিত। বিদায় কিংবদন্তি। দ্রুতই চলে গেলেন।”

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান লিখেছেন, “শেন ওয়ার্নের দুঃখজনক সংবাদটা শুনে আমি স্তম্ভিত। আমি পুরোপুুরি হতভম্ব, বিশ্বাসই করতে পারছি না।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি