ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মোহালিতে জাদেজার ইতিহাস, ধুঁকছে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৬ মার্চ ২০২২ | আপডেট: ১৫:৫০, ৬ মার্চ ২০২২

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

পুরোপুরি রবীন্দ্র জাদেজাময় হয়ে উঠছে মোহালিতে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি। প্রথমে ব্যাটিং করতে নেমে রবীন্দ্র জাদেজার ১৭৫ রানের অপরাজিত ও ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে ৫৭৪ রান তোলে ভারত। এরপরে বল হাতেও পাঁচ উইকেট নেন এই অলরাউন্ডার। 

মোহালি টেস্টের তৃতীয় দিন শেষ না হতেই ইতোমধ্যে অসাধারণ পারফরমেন্স দেখালেন রবীন্দ্র জাদেজা। যাতে ফলোঅনে পড়ে ধুকতে থাকা শ্রীলঙ্কা এখন ইনিংস পরাজয়ের অপেক্ষায়। প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ১২১ রান করতেই ৬টি উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।

এদিকে, শনিবার ব্যাট হাতে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকানোর পর রোববার বল হাতে শ্রীলঙ্কার লোয়ার অর্ডারকে ধ্বংস করে দেন রবীন্দ্র জাদেজা। ১৩ ওভারের স্পেলে চারটি মেডেন নেন রবীন্দ্র জাদেজা। পাঁচটি উইকেট ঝুলিতে ভরতে খরচ করেছেন মাত্র ৪১ রান।

এরই সঙ্গে বিশ্বের ষষ্ঠ বোলিং অলরাউন্ডার হিসেবে নতুন এই কৃতিত্ব অর্জন করলেন জাদেজা। একই ম্যাচে ১৫০ রানের বেশি স্কোরের সঙ্গে ৫ উইকেটও নিয়েছেন। তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে এমনটা করে দেখালেন জাদেজা।

এর আগে যে পাঁচ জন ক্রিকেটার এমন কৃতিত্ব দেখান, তারা হলেন-


ভিনু মানকড - ১৮৪ রান করেছেন, ১৯৬ রানে ৫ উইকেট বনাম ইংল্যান্ড ১৯৫২

ডেনিস অ্যাটকিনসন - ২১৯ রান, ৫৬ রানে ৫ উইকেট বনাম অস্ট্রেলিয়া ১৯৫৫

পলি উমরিগার - ১৭২* রান, ১০৭ রানে ৫ উইকেট বনাম ওয়েস্ট ইন্ডিজ ১৯৬২

গ্যারি সোবার্স - ১৭৪ রান, ৪১ রানে ৫ উইকেট বনাম ইংল্যান্ড ১৯৬৬

মুশতাক মহম্মদ - ২০১ রান, ৪৯ রানে ৫ উইকেট বনাম নিউজিল্যান্ড ১৯৭৩

• রবীন্দ্র জাদেজা - ১৭৫* রান, ৪১ রানে ৫ উইকেট বনাম শ্রীলঙ্কা ২০২২

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি