ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফারজানার হাফসেঞ্চুরিতে বাঘিনীদের সংগ্রহ ১৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৭ মার্চ ২০২২

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে হাফসেঞ্চুরি তুলে নেন ফারজানা। নির্ধারিত ২৭ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ১৪০ রান সংগ্রহ করেন বাঘিনীরা।

নারী বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি হানা দিলে ৪ ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও খেলা শুরু হয় ৮টা ৫ মিনিটে।

ব্যাটিংয়ে নেমে বাঘিনীরা পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে ৪২ রান করে কোনো উইকেট না হারিয়ে। শারমিন সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় ৫৯ রানের সংগ্রহ। তারপরই ভাঙে এই জুটি। 

শারমিন ৩৩ রান করে ফিরে গেলে ফারজানা একপ্রান্ত আগলে রেখে ৬০ বলে হাফ সেঞ্চুরি করেন। তবে নিজের ইনিংস লম্বা করতে পারেননি তিনি। বিদায় নেন ৫২ রানে। ফ্রান্সেস ম্যাককের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফারজানা। তার আগে ওয়ানডে বিশ্বকাপের মাইলফলকের দেখা পেয়ে যান ফারজানা।

আর কেউই বড় কোন স্কোর দাঁড় করাতে পারেননি। রান আউট হয়ে ফিরে যান ৩ জন।

নিগার সুলতানা ১১, রুমানা আহমেদ ১, সুবহানা ১৩, রুতু মনি ৪, সালমা খাতুন ৯, লতা মণ্ডল ৯ এবং জাহানারা আলম ২ রান দলীয় সংগ্রহে যোগ করেন।

নিউজিল্যান্ডের পক্ষে লিয়া তুহুহু ও জেস কির সমান দুটি করে উইকেট লাভ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি