ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ: নিজেদের দ্বিতীয় ম্যাচেও হার মেয়েদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারলো বাংলাদেশের মেয়েরা।

ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৭ ওভারে স্কোরবোর্ডে ১৪০ রান তোলে বাংলাদেশ। 

এদিন প্রথম বাংলাদেশি হিসেবে মেয়েদের বিশ্বকাপে হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার ফারজানা হক। এছাড়া আরেক ওপেনার সারমিন সুলতানা করেন ৩৩ রান। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন অ্যামি স্যাটারথওয়েট।

১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৪২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন সুজি বেটস। ৮ চারের মারে ৬৮ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন তিনি।

এছাড়া অ্যামেলিয়া কার ৩৭ বলে অপরাজিত ৪৭ ও অধিনায়ক সোফি ডিভাইন করেন ১৪ রান। 

বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন সালমা খাতুন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি