ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কলকাতার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ধুন্ধুমার আইপিএল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ৭ মার্চ ২০২২

কলকাতা নাইট রাইডার্সের সদস্যরা

কলকাতা নাইট রাইডার্সের সদস্যরা

ফের শুরু হতে যাচ্ছে ধুন্ধুমার টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল। এরই মধ্যে ঘোষিত হয়েছে আইপিএলের ১৫তম আসরের সময়সূচিও। আগামী ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের আইপিএল।

অন্য দলগুলোর মতো কলকাতাও গ্রুপ পর্বে খেলবে মোট ১৪টি ম্যাচ। কলকাতার গ্রুপে রয়েছে দিল্লি, লখনউ, মুম্বাই ও রাজস্থান। এই চারটি দলের সঙ্গে দু’বার করে খেলবে কলকাতা। অপর গ্রুপের হায়দরাবাদের সঙ্গেও দু’টি ম্যাচ খেললেও চেন্নাই, পাঞ্জাব, বেঙ্গালুরু, গুজারাটের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ।

কলকাতার এই ১৪টি ম্যাচের মধ্যে চারটি করে ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ও নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। এছাড়া তিনটি করে ম্যাচ হবে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং পুণের এমসিএ স্টেডিয়ামে।

নাইটদের এই ১৪টি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ মাঠে গড়াবে বিকেল সাড়ে ৩টা থেকে। আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

একনজরে দেখে নিন, কলকাতার ম্যাচ সূচি-

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি