ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেরেও কোয়ার্টার ফাইনালে লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে হেরে গেছে লিভারপুল। হারলেও প্রথম লেগে বেশি ব্যবধানে জেতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল। 

মঙ্গলবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ১-০ গোলে হেরেছে লিভারপুল। তবে প্রথম লেগে ইন্টারমিলানের বিপক্ষে ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠেছে অলরেডরা। 

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলে দু’দল। একের পর এক সুযোগ তৈরি করেও নিখুত ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোল বঞ্চিত হতে হয় উভয় দলকে। 

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে সালাহর শর্ট গোল পোস্টে লেগে ফিরে না আসলে এগিয়ে যেতে পারত অলরেডরা। 

অবশেষে ম্যাচের ৬১তম মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। সানচেসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

গোল উদযাপন শেষে থিয়াগো আলকানতারাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেস।   

প্রতিপক্ষে একজন কমে যাওয়ার সুযোগে আরও চাপ বাড়ায় লিভারপুল। কিন্তু এদিন দুর্ভাগ্য যেন আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছিল তাদের। ৭৭তম মিনিটে সালাহর আরেকটি শট পোস্টে লেগে ফিরে আসে।

অনেকগুলো সুবর্ণ সুযোগ পেয়েও গোল না পাওয়ায় হতাশা থাকলেও হাসিমুখেই মাঠ ছাড়ে ক্লপ শিষ্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি