দক্ষিণ আফ্রিকা জয়ে বড় ভূমিকা রাখতে চান তাসকিন
প্রকাশিত : ২১:৪৫, ১০ মার্চ ২০২২
তাসকিন আহমেদ
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের জয়ে বড় ভূমিকা রেখে বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাসকিন আহমেদ।
বৃহস্পতিবার টাইগার এই পেসার বলেন, ‘আমি আমার সেরাটা দিতে চাই। আমি দক্ষিণ আফ্রিকায় দলের জয়ে অবদান রেখে নিজেকে সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
টাইগার এই গতি তারকা আরও বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় স্পোর্টিং উইকেট পাওয়া যায়। এসব জায়গায় বোলার-ব্যাটার উভয়েরই ভালো করার সুযোগ থাকে। আবার চ্যালেঞ্জও আছে। কারণ বাউন্সও থাকে। তাই সঠিক জায়গায় বল করতে হবে এবং একই সঙ্গে লাইন-লেন্থ বজায় রাখতে হবে।’
ইনজুরির কারণে ক্যারিয়ারে বার বার উত্থান-পতনের পরও নিজেকে দেশের অন্যতম সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠা করা তাসকিন জানান, নিজের সেরা সংস্করণে ভালো করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
কোভিডের কারণে দেশে লকডাউনে শুরু করা ফিটনেস নিয়ে এখনো কাজ করে যাচ্ছেন জানিয়ে ডানহাতি এই পেসার বলেন, ‘ফিটনেসের উন্নতির দিকে সবসময় বেশি ফোকাস থাকে। আমি ভালো খেলি বা না খেলি, ভালো প্রক্রিয়াটা ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। কারণ আমার স্বপ্ন অনেক বড়। আমি বিশ্বের সেরা বোলার হতে চাই। এজন্য, আমি সবসময় আমার ফিটনেস এবং বোলিং উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি। আজও আমি আমার কাজের চাপ অব্যাহত রেখেছি। যেহেতু আমি টেস্ট ম্যাচ খেলি, তাই আমাকে বোলিংয়ে ভাল করার প্রতি চাপ অব্যাহত রাখি।’
তাসকিন জানান, শেষ দিকে পাওয়া হলেও কিছু কঠিন জয় কোনো ফরম্যাটেই জিততে না পারা দক্ষিণ আফ্রিকায় ভাল করার আত্মবিশ্বাস দিয়েছে তাদের।
এদিকে, নিউজিল্যান্ডে টেস্ট জয়ের আগে বাংলাদেশ টানা ৩৩টি ম্যাচে জয়হীন ছিলো। কিন্তু দক্ষিণ আফ্রিকায় (ছয়টি টেস্ট, নয়টি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি) তিন ফরম্যাট মিলিয়ে ১৯টি ম্যাচেই হেরেছে টাইগাররা। ২০০৮ সালের শেষের দিকে ইস্ট লন্ডনে বৃষ্টির কারণে একটি ওয়ানডে ম্যাচই পরিত্যক্ত হয়েছিলো।
তাইতো, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া একমাত্র জয় থেকেই আত্মবিশ্বাসী হচ্ছেন তাসকিন।
দীর্ঘদেহী এই বোলার বলেন, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। নিউজিল্যান্ড সিরিজটাও চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখানে একটি টেস্ট জয়, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে কিছু কঠিন ম্যাচ জয়ও আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আমি বিশ্বাস করি, আমরা যদি সেই পারফরমেন্সকে অব্যাহত রাখতে পারি, তবে দক্ষিণ আফ্রিকাতেও জিততে পারি।’
সেইসিঙ্গে তাসকিনও এও বিশ্বাস করেন যে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দলের পেস বিভাগের উন্নতির দারুণ সুযোগ থাকছে।
তিনি বলেন, ‘গত দেড় বছরে দলের পেস বোলিং বিভাগ ধীরে ধীরে উন্নতি করছে এবং সবাই ধারাবাহিক। তাই আমাদের এবার সুযোগ আছে। আশা করি আমরা প্রত্যাশা পূরণ করতে পারবো। এছাড়া সামনে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আমরা যদি ভাল পারফরমেন্সটা ধরে রাখতে পারি, তবে আমাদের একটি ভাল করার সুযোগ থাকবে।’
এদিকে, নতুন বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী পেসার অ্যালান ডোনাল্ডকে পেয়ে রীতিমত রোমাঞ্চিত তাসকিন।
তিনি বলেন, ‘আমরা রোমাঞ্চিত। কারণ আমরা তার মতো কিংবদন্তী খেলোয়াড়ের অধীনে প্রাকটিস করবো। সব কোচের ফর্মূলা প্রায় একই থাকে। কিন্তু একেক জনের অভিজ্ঞতা একেক রকম। তার মত একজন কোচ পেয়ে আমরা রোমাঞ্চিত। আমি তার মতো একজন কিংবদন্তী থেকে যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করবো।’
একইসঙ্গে সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন তাসকিন। সাকিবকে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় দল অনেক মিস করবে সাকিব ভাইকে।
তাসকিন বলেন, ‘আমরা তাকে অনেক মিস করবো। সাকিব ভাই সবসময়ই এক্স ফ্যাক্টর। তাকে পাওয়া, যে কোনো দলের জন্যই অনেক বড় কিছু।’
এনএস//