ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাছাই দলে নেইমার, জায়গা হয়নি জেসুসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১২ মার্চ ২০২২ | আপডেট: ০৯:০৪, ১২ মার্চ ২০২২

দুই মাসেরও বেশি সময় পর চোট কাটিয়ে সম্প্রতি পিএসজির হয়ে মাঠে ফিরেছেন নেইমার। এবার জাতীয় দলেও ফিরলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

শুক্রবার চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেন কোচ তিতে।

তবে দলে খুব বেশি পরিবর্তন আনেননি তিতে। গত জানুয়ারির বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। এছাড়া দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের।

আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে ও ছয়দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে অপরাজিত আছে তিতের দল। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর লিগ ওয়ানের ম্যাচে পাওয়া গোড়ালির চোট কাটিয়ে গত মাসের শেষের দিকে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে মাঠে ফেরেন নেইমার।

ঘোষিত ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)

ডিফেন্ডার:  দানিলো (ইউভেন্তুস), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (ইউভেন্তুস)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনিয়ো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), আন্তোনি (আয়াক্স)।

ফরোয়ার্ড: রাফিনিয়া (লিডস ইউনাইটেড), রিশার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি