ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রুট-ক্রাউলির শতকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ১২ মার্চ ২০২২

শতক হাঁকানোর পর জো রুট

শতক হাঁকানোর পর জো রুট

ওপেনার জ্যাক ক্রাউলির অনবদ্য শতকের পর একই মার্কে পৌঁছান ইংলিশ অধিনায়ক জো রুটও। এ দুজনের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের শেষ দিনে ২৮৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল ইংল্যান্ড। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হাতে রেখে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন ওপেনার জ্যাক ক্রাউলি। আর ২১৬ বলের এই ইনিংসে ছিল ১৬টি চারের মার। আর দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ রান করে আউট হওয়া অধিনায়ক ২০৪টি খেলে হাঁকান মাত্র ছয়টি চার।

উইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ ৩টি এবং কেমার রোচ ২টি উইকেট দখল করেন। 

জবাব দিতে নেমে ৪ ওভার থেকে কোনও উইকেট না হারালেও মাত্র ৪ রান তুলে লাঞ্চে গেছে স্বাগতিক দল। ক্রেইগ ব্রাথওয়েট ৩ রানে এবং জন ক্যাম্পবেল ১ রানে অপরাজিত আছেন। 

অর্থাৎ জিততে হলে শেষ দুই সেশনে আরও ২৮২ রান তুলতে হবে ক্যারিবীয়দের। হাতে আছে পুরো ১০টি উইকেট। তবে ওভার আছে মাত্র ৬৭টি। আর ড্র করতে হলে উইকেট আগলে রেখে দুটি সেশনের ৯০ ভাগই পার করতে হবে স্বাগতিকদের। যদি না উইকেট ৮/৯টি পড়ে যায়।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড আর জবাবে ৩৭৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি