ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে ৬-এ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ১৪ মার্চ ২০২২ | আপডেট: ১৯:৩৩, ১৪ মার্চ ২০২২

জয়ের আনন্দে উদ্বেলিত টিম বাংলাদেশ

জয়ের আনন্দে উদ্বেলিত টিম বাংলাদেশ

Ekushey Television Ltd.

ছেলেদের ক্রিকেটে ইতোমধ্যেই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। তবে মেয়েদের ক্রিকেটে বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জেতাই কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোমবার চলতি নারী বিশ্বকাপের লিগ ম্যাচে বাঘিনীদের কাছে হেরে বিসমাহ মারুফরা এমন এক লজ্জাজনক রেকর্ড গড়লেন, যা মেয়েদের ক্রিকেটে নজিরবিহীন। 

ছেলে ও মেয়েদের ক্রিকেটকে একযোগে ধরা হলে, সার্বিকভাবে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে জিম্বাবুয়ের অতি লজ্জাজনক বিশ্ব রেকর্ডটাই ছুঁয়ে ফেলল পাকিস্তান নারী দল।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এই নিয়ে টানা ১৮টি ম্যাচে হারের মুখ দেখে পাকিস্তান। ছেলেদের হোক বা মেয়েদের, ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে একটানা সবচেয়ে বেশি ম্যাচ হারের যৌথ রেকর্ড এটি। 

১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের আসরে টানা ১৮টি ম্যাচে পরাজিত হয়েছিল জিম্বাবুয়ে পুরুষ দল। যে রেকর্ডে কার্যত ভাগ বসাল বিসমাহরা। আর একটি ম্যাচ হারলেও তারা গড়ে ফেলবেন একক বিশ্ব রেকর্ড!

এদিকে, নিগার-ফারজানাদের কাছে হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এসে ঠেকেছে পাকিস্তান। এছাড়া, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চলতি নারী বিশ্বকাপের লিগ টেবিলে লাফ দিল দক্ষিণ আফ্রিকা। ভারতকে টপকে দ্বিতীয় স্থানে উঠে বসল তারা। ইংল্যান্ড নেমে গেল সাত নম্বরে।

অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে উঠে আসল বাংলাদেশ। সুতরাং এই মুহূর্তে তারা অবস্থান করছে ডিফেল্ডিং চ্যাম্পিয়নদের উপরে। অস্ট্রেলিয়া আগের মতোই লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ভারত একধাপ পিছিয়ে তিন নম্বরে চলে গেছে।

এছাড়া, পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড। পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। একেবারে তলানিতে অবস্থান করছে পাকিস্তান। তাদের উপরে রয়েছে ডিফেল্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কেননা এই দুটি দল চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি।

আইসিসি নারী বিশ্বকাপের পয়েন্ট টেবিল:
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট: +১.৬২৬)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-৩, হার-০, পয়েন্ট-৬ (নেট রান-রেট: +০.২৮০)।
৩. ভারত: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +১.৩৩৩)।
৪. নিউজিল্যান্ড: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২৫৭)।
৫. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.৯৬৭)।
৬. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-১, হার-২, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৪৭৭)।
৭. ইংল্যান্ড: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.১৫৬)।
৮. পাকিস্তান: ম্যাচ-৪, জয়-০, হার-৪, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯৯৬)।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি