ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাকিব-রিয়াদদের পাওয়ার হিটিং শেখাবেন মরকেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১৫ মার্চ ২০২২ | আপডেট: ২১:১৬, ১৫ মার্চ ২০২২

বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ হলেন অ্যালবি মরকেল, ছবি- ক্রিকইনফো।

বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ হলেন অ্যালবি মরকেল, ছবি- ক্রিকইনফো।

ডোমিঙ্গো, প্রিন্স, ডোনাল্ডের পর বাংলাদেশের কোচিং স্টাফে যুক্ত হলেন আরও এক প্রোটিয়া। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের জন্য সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেলকে টাইগারদের পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। 

মূলত আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ দল। শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজেই ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে ব্যাটিং পরামর্শক হিসেবে পাওয়া টাইগারদের সঙ্গে কাজ করবেন মরকেলও।

সাবেক প্রোটিয়া ওপেনার কারস্টেনের পাশাপাশি জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার অ্যালবি মরকেল। 

গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরই পাওয়ার হিটিং কোচের আলোচনা উঠেছিল। বিসিবি বোর্ড কর্তৃক দায়িত্ব পাওয়া টাইগারদের প্রথম পাওয়ার হিটিং কোচ তিনি।

প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে এ পদে নিয়োগ করা হল মরকেলকে। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, মরকেল খুবই অভিজ্ঞ। আশা করি, আমাদের ব্যাটাররা তার কোচিংয়ে উপকৃত হবেন।

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় মরকেল সহোদরের অগ্রজ জোহানেস আলবার্তু মরকেল তার ক্যারিয়ারে দেশের হয়ে ১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে আর ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিলেন। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বল হাতে তার শিকার ৭৮টি উইকেট এবং ব্যাট হাতে ১০৯ ম্যাচে সংগ্রহ করেছেন ১ হাজার ৪১২ রান।

এদিকে, সম্প্রতি বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর আগে চলতি বছরেই অস্ট্রেলিয়ার জেমি সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার অ্যালান ডোনাল্ডকে দেয়া হয়েছে পেস বোলিং কোচের দায়িত্ব। 

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন ক্রিকেটের সাদা বিদ্যুৎ খ্যাত এই তারকা। এছাড়াও ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আরেক অজি শেন ম্যাকডারমট। তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি