ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম জয়ের লক্ষ্যে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১৮ মার্চ ২০২২ | আপডেট: ০৮:৫৫, ১৮ মার্চ ২০২২

টিম বাংলাদেশ

টিম বাংলাদেশ

Ekushey Television Ltd.

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে শুক্রবার (১৮ মার্চ)। এদিন প্রোটিয়াভূমে প্রথম জয়ের খোঁজেই নামছে তামিম ইকবালের দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের লড়াই। 

স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচটি। দিবা-রাত্রির এই ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক।

এই ম্যাচের আগে পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে। এখন পর্যন্ত দুই দল ওয়ানডে খেলেছে ২১টি। এর মধ্যে ১৭ ম্যাচেই জিতেছে প্রোটিয়ারা, টাইগাররা জিতেছে ৪টি ম্যাচে। সর্বশেষ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। সেই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল স্মরণীয় জয়।

এদিকে, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ এ পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলেও পায়নি জয়ের দেখা। তবে ওয়ানডে ফরম্যাটের বর্তমান ছন্দের কারণে এবার হারের বৃত্ত ভাঙার আশায় টাইগাররা। তাছাড়া আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানে অবস্থানও বাড়তি প্রেরণা যোগাতে পারে সফরকারী দলকে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নামতে পারে তামিম ইকবালের দল। অন্যদিকে, সিসান্দা মাগালার অনুপস্থিতিতে প্রোটিয়া একাদশে সুযোগ পেতে পারেন কাগিসো রাবাদা।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য)
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি