ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অর্ধশতকের দ্বারপ্রান্তে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ১৮ মার্চ ২০২২

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

এবার তামিম-সাকিবের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে অর্ধশতকের দ্বারপ্রান্তে ডানহাতি ব্যাটার মুশফিকুর রহিম। পঞ্চাশটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলা থেকে মাত্র ১টি অর্ধশতক দূরে আছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই তারকা।

সেঞ্চুরিয়ানে শুক্রবার বিকেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হাফ-সেঞ্চুরি করলেই, হাফ-সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি পূর্ণ করবেন মুশফিক। ২৩০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৮টি শতকসহ মোট ৪৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে মুশফিকের। রান করেছেন ৬ হাজার ৬৭৭টি।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি করেছেন দেশসেরা ব্যাটার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২২২ ম্যাচে ৬৫টি হাফ-সেঞ্চুরির ইনিংস আছে তামিমের। আর ২১৮ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা সাকিবের হাফ-সেঞ্চুরি আছে ৫৮টি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি