ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৯ মার্চ ২০২২

দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবারের মতো জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফররত বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচ সিরিজের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮ রানে জয়লাভ করে।

এই জয়ে শনিবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমি শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি