ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চলে গেলেন সাবেক অ্যাথলেট হামিদা বেগম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৯ মার্চ ২০২২ | আপডেট: ১৪:৫৩, ১৯ মার্চ ২০২২

হামিদা বেগম

হামিদা বেগম

ষাটের দশকের অন্যতম সেরা অ্যাথলেট হামিদা বেগম মারা গেছেন। শনিবার সকালে রাজধানীর নিজ বাসায় মারা যান তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণে গত প্রায় চার বছর গুরুতর অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘ দিন শয্যাশায়ী থাকার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার বাদ আসর হামিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। 

১৯৬৭ সালে পূর্ব বাংলা অ্যাথলেটিকসের হার্ডলসে হামিদা বেগম দারুণ সব সাফল্য পেয়েছিলেন। জিতেছিলেন রুপা পদক। সেই সময় ৫০, ১০০, ২০০ মিটার দৌড়েও বেশ দাপট দেখিয়েছিলেন তিনি। 

স্বাধীনতার পর খেলা ছেড়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী ক্রীড়া পরিচালক হিসেবে যোগ দেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ছিলেন তিনি। খেলাধুলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান তিনি।

হামিদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ছাত্রী ছিলেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি)।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি