ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এশিয়া কাপ টি-টোয়েন্টির তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ১৯ মার্চ ২০২২

এশিয়া কাপের শিরোপা

এশিয়া কাপের শিরোপা

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আসন্ন এশিয়া কাপ। এবারের আসরটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়,  টি-টোয়েন্টি ফরম্যাটে। শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 

এসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ- শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে আসন্ন এই প্রতিযোগিতায়। এছাড়া ২০ আগস্ট থেকে হতে যাওয়া কোয়ালিয়ফায়ার রাউণ্ড থেকে যোগ দিবে একটি দল।

এটুকু তথ্য জানানো হলেও এখনও প্রকাশিত হয়নি টুর্ণামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি। 

এর আগে, ২০১৮ সালে এশিয়া কাপের সর্বশেষ আসরটি হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (৭ম বার)।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি