ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মেসির জ্বর, পিএসজি`র হয়ে খেলতে পারবেন না পরের ম্যাচ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২০ মার্চ ২০২২

কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন মেসি। ভালোমত সেরে না উঠতেই আবারো জ্বর হয়েছে লায়োনেল মেসির। ফ্লুজনিত জ্বরের কারণে আর্জেন্টিনার এই তারকাকে পরের ম্যাচে পাবে না পিএসজি। 

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় পিএসজি। এর পর ঘরের মাঠে ন্যান্টেসের বিরুদ্ধে ৩-০ জিতলেও সমর্থকদের থেকে তীব্র কটাক্ষ করা হয় মেসিকে। মোনাকোর বিরুদ্ধে নেই অ্যাঞ্জেল দি মারিয়া। চোট রয়েছে তার। সার্জিয়ো র্যা মোস এবং আন্দের হেরেরা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এই ম্যাচে নেই।

এর আগে জানুয়ারি মাসে দেশের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারেননি মেসি। সেই সময় কোভিডে আক্রান্ত ছিলেন তিনি।

তবে আশা করা যাচ্ছে, মোনাকোর বিপক্ষে ম্যাচটি খেলতে না পারলেও বিশ্বকাপ বাছাইয়ের জন্য নির্ধারিত সময়েই আর্জেন্টিনা শিবিরে যোগ দিতে পারবেন মেসি।

আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলাকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। এরপর ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলবে এই পর্বের শেষ ম্যাচ।

শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে দুইয়ে আছে মেসির আর্জেন্টিনা।

লিগ ওয়ানে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই রয়েছে পিএসজি। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের থেকে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। ৯ নম্বরে থাকা মোনাকো খেলেছে ২৮টি ম্যাচ। তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি