ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২০ মার্চ ২০২২ | আপডেট: ১৪:৪৩, ২০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ইতিহাস গড়ার হাতছানি সামনে নিয়ে নেমে ইনিংসের শুরুতেই দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল সাজঘরে ফিরেছেন। তাতে কিছুটা চাপে পড়েছে টাইগাররা।

রোববার জোহানেসবার্গের ওয়ানডার্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

ইনিংসের তৃতীয় ওভারের লুঙ্গি এনগিডির দ্বিতীয় বলটি তামিমের গ্লাভসে লেগে উঠে যায় আকাশে, শর্ট কভারে দাঁড়িয়ে সহজেই সেটি তালুবন্দী করেন কেশভ মহারাজ। ফলে মাত্র ১ রানেই সাজঘরে ফিরে যেতে হয়েছে এই বাঁহাতি ওপেনারকে।

ফলে নিজের ৩৩তম জন্মদিনটি রাঙিয়ে রাখতে পারলেন না তামিম। আউট হওয়ার আগে মাত্র ১ রান করতে পেরেছেন তিনি। 

আর ছয় বল খেলে কোনো রান যোগ করার আগেই সাকিব আল হাসান কাগিসো রাবাদা’র বলে ক্যাচ আউট হন। 

সাকিব-তামিমের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। 

ওপেনার লিটন দাস ১৮ মোকাবেলায় ১০ রান এবং মুশফিকুর রহিম ১২ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন।

নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে তিন পরিবর্তন নিয়ে নামতে চলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 

এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি