ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পিঙ্ক প্রোটিয়া তোপে বিপর্যস্ত বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২০ মার্চ ২০২২ | আপডেট: ১৫:৫৮, ২০ মার্চ ২০২২

পিঙ্ক ড্রেসে বরাবরই দুর্ধর্ষ ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকা

পিঙ্ক ড্রেসে বরাবরই দুর্ধর্ষ ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকা

ইতিহাস গড়ার হাতছানিকে সামনে নিয়ে ব্যাটিং নেমেই পিঙ্ক প্রোটিয়াদের বোলিং তোপের মুখে পড়ে বিপর্যস্ত বাংলাদেশ দল। যাতে শুরুতেই ৫ ব্যাটারকে হারিয়ে বসেছে সফরকারীরা। দলীয় মাত্র ৩৪ রানেই ৫ উইকেট খুইয়ে এখন রীতিমত ধুঁকছে টাইগাররা।

রোববার জোহানেসবার্গের ওয়ানডারার্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম দুটি ওভার দেখেশুনে কাটালেও ইনিংসের তৃতীয় ওভারে লুঙ্গি এনগিডির করা দ্বিতীয় বলটি তামিমের গ্লাভসে লেগে উঠে যায় উপরে, শর্ট কভারে দাঁড়িয়ে সহজেই তা তালুবন্দী করেন কেশভ মহারাজ। ফলে মাত্র ১ রানেই সাজঘরে ফিরে যেতে হয়েছে এই বাঁহাতি ওপেনারকে।

সেইসঙ্গে নিজের ৩৩তম জন্মদিনটি রাঙিয়ে রাখতে পারলেন না তামিম। আউট হওয়ার আগে মাত্র ১ রান করতে পেরেছেন টাইগার অধিনায়ক। এরপর ছয়টি বল খেলেও কোনো রান যোগ করার আগেই কাগিসো রাবাদার প্রথম শিকার হন সাকিব আল হাসান। যার ফলে সাকিব-তামিমের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। 

লুঙ্গি এনগিদির করা আগের ওভারে এক বাউন্ডারিসহ ৮ রান নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল টাইগাররা। কিন্তু সেই মিশনে সফরকারীদের এগোতে দিলেন না প্রোটিয়া তারকা পেসার কাগিসো রাবাদা। তার করা পরের ওভারেই সাজঘরের পথ ধরতে হয়েছে আগের ম্যাচের ফিফটি ম্যান লিটন দাসকে। ২১ বলে ১৫ রা করে ফেরেন তিনি।

রাবাদার ভেতরে ঢোকা বাউন্সারে ধরা পড়লেন তিনি। হালকা সুইং করে ভেতরে ঢুকছিল সেই ডেলিভারিটি। বলের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেও বাঁচতে পারেননি লিটন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে।

একই ওভারে সাজঘরে ফিরতে পারতেন পাঁচ নম্বরে নামা ইয়াসির আলি রাব্বিও। তবে স্লিপে দাঁড়িয়ে তার সহজ ক্যাচ ছেড়ে দেন প্রথম স্লিপের ফিল্ডার জানেমান মালান। তবে পরের ওভারে এসেই তাকে নিজের তৃতীয় শিকার বানান রাবাদা। মহারাজের হাতে ক্যাচ দেয়ার আগে এই ফিফটিম্যানের ব্যাট থেকে আসে ১৪ বলে মাত্র ২ রান।

এর আগেই অবশ্য মুশফিককে সাজঘরে ফেরান আরেক পেসার ওয়েন পারনেল। বাঁহাতি এই পেসারের লেগ বিফোরের শিকার হন ১২ রান করা মুশফিক। আর এরইসঙ্গে মাত্র ৩৪ রানেই ইনিংসের অর্ধেকটা খুইয়ে বসে বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৫ ওভারে ৫ উইকেটে ৮৫ রান। আফিফ হোসাইন ২৫ রানে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২২ রানে ক্রিজে আছেন। বিপর্যয় সামাল দেয়ার মিশনে ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে তুলেছেন ৫১টি রান। 

এ অবস্থা থেকে তারা দলকে কতদূর টেনে নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি