লজ্জা এড়াতে লড়ছে টাইগ্রেসরা
প্রকাশিত : ১৩:২৮, ২২ মার্চ ২০২২
বিশ্বকাপের মঞ্চে সর্বনিম্ন রানের লজ্জায় পড়তে যাচ্ছিল টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত সালমা খাতুন ও লতা মণ্ডলের ব্যাটে সর্বনিম্ন রানের সেই স্কোর পেরিয়েছে বাংলাদেশ।
দলকে লজ্জার হাত থেকে রক্ষা করে বিদায় নিয়েছেন সালমা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের দেওয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৮ উইকেটে ১০৪ রান।
ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বনিম্ন রান ছিল ৬০। ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই লজ্জায় পড়েছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও দুইবার ৬৮ ও ৭১ রানে অল-আউট হয়েছিল বাংলাদেশ।
এর আগে টসে জিতে শুরুতে ব্যাটিং করে ৭ উইকেটে ২২৯ রান তোলে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ১৯ রান ছাড়া টপ-অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হয়।
৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে সালমা ও লতা মণ্ডল ৪০ রানের জুটি গড়েন। সালমা ৩৫ বলে ৪ চারে ৩২ রান করে আউট হন।
এর আগে ভারতীয় মেয়েরা উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন। দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা দারুণ সূচনা করেন। মারমুখী শেফালি ভার্মা জাহানারা আলমের এক ওভারেই হাঁকান তিনটি চার। ম্যাচের নিয়ন্ত্রণ যখন ধীরে ধীরে ফসকে যাচ্ছে, তখনই বাংলাদেশকে খেলায় ফেরান নাহিদা আক্তার।
তার শট বল পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন স্মৃতি মান্দানা। ৩ চারে ৫১ বলে ৩০ রান করেন তিনি। পরের ওভারের তৃতীয় বলেই ভয়ঙ্কর হতে থাকা শেফালিকে ফেরান রিতু মনি।
এগিয়ে এসে তার বল খেলতে চেয়েছিলেন তিনি। ৪২ বলে ৪২ রান করেন শেফালি। এর পর মিতালি রাজকে একেবারে শূন্যরানেই সাজঘরের পথ দেখান রিতু।
ইয়াশকিতা ভাটিয়ার সঙ্গে এর পর ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন হারমানপ্রিত কার। কিন্তু তাকে দুর্দান্তভাবে রান আউট করেন ফারজানা হক। ৩৩ বলে ১৪ রান করেন তিনি। তার সঙ্গী ভাটিয়া অবশ্য তুলে নেন ফিফটি।
শক্তি-সামর্থ্য বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারতীয় নারী ক্রিকেট দল। মাঠের লড়াইয়ে শুরুটা হলো তেমনই। কিন্তু মাঝপথে তাদের রানের লাগাম টেনে ধরেছে বাংলাদেশের মেয়েরা। রিতু মনি-নাহিদাদের বোলিংয়ে শেষ পর্যন্ত ভারতকে আড়াইশর নিচে থামিয়েছে লাল-সবুজের দল।
বাংলাদেশের হয়ে বল হাতে ১০ ওভার বোলিং করে ৩৭ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন রিতু মনি। ৪২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। ৫২ রান দিয়ে একটি নিয়েছেন জাহানার আলম।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২২৯/৭ (স্মৃতি ৩০, শেফালি ৪২, স্বস্তিকা ৫০, মিতালি ০, হারমানপ্রিত ১৪, রিচা ২৬, পুজা ৩০*, স্নেহ রানা ২৭, ঝুলন ২*; সালমা ৮-১-২৩-০, জাহানারা ৪-০-৫২-১, নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-২-৩৭-৩, রুমানা ৮-১-২৭-০, লতা ৪-০-২০-০, ফাহিমা ৩-০-২২-০)।
এসএ/