ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের সামনে ইতিহাসের হাতছানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২৩ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৩১৪ রানের লক্ষ্য দিয়ে ৩৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ৭ উইকেটে। কিন্তু তৃতীয় ম্যাচটা নিয়ে স্বপ্ন বুনছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে জয় পাওয়াটা স্বপ্নের মতো ব্যাপারই ছিল। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কুড়ি বছর পর ২০২২ সালে জয়ের দেখা আসে। তৃতীয় ম্যাচ সেঞ্চুয়ারিয়ানে হওয়ায় সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। 

তামিম ইকবালের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশের সামনে এবার ইতিহাস গড়ার পালা। কেন না, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা উপমহাদেশের দেশগুলোর জন্য বরাবরই কঠিন। সেখানে প্রথমবার ম্যাচ জিতে সিরিজ জিততে পারলে তো ইতিহাস গড়া হবে বাংলাদেশের।

প্রথম ম্যাচ জিতে তামিম ইকবাল বলেছিলেন, ‘আমরা সিরিজ জিততে পারি। সিরিজ জেতার সুযোগ আমাদের সামনে আছে।’

এদিকে মঙ্গলবার বিকেলে সেঞ্চুরিয়নে অনুশীলন করেছেন সাকিব, তামিমরা। এর আগে দলের প্রতিনিধি হয় সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এ স্পিন অলরাউন্ডার বলেছেন, “সবশেষ উইকেট কিন্তু রান করার মতো ওরকম ছিল না। অসমান বাউন্স ছিল, বল উঁচু-নিচু হচ্ছিল। এটা ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন। উইকেট ভালো থাকলে অন্যরকম চিত্র হতে পারত। এখানকার (সেঞ্চুরিয়ন) উইকেট খুবই ভালো। আমরা যেহেতু প্রথম ম্যাচ খেলেছি, উইকেট ভালো থাকে এখানে, আমাদের আত্মবিশ্বাসও আছে যে তিনশর বেশি রান করেছি এখানে।”

পাঁচ ম্যাচে অভিন্ন একাদশ নিয়ে খেলার রেকর্ড গড়া বাংলাদেশ শেষ ম্যাচেও একই দল নিয়ে নামবে বলেই মনে হচ্ছে। তবে প্রোটিয়া দলে এক পরিবর্তন অবধারিত। ইনজুরি নিয়ে ছিটকে গেছেন ওয়েন পার্নেল। তার জায়গায় ফিরতে পারেন মার্কো জানসেন।

আবহাওয়া পূর্বাভাস বলছে, রোদ ঝলমলে দিন হবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পিচ রিপোর্ট বলছে, শেষ ওয়ানডে ম্যাচও হতে যাচ্ছে তিনশ’ রানের খেলা। ওই রান করতে হলে নতুন বল সামলে পুরনো বলে রান করতে হবে টাইগারদের। বল হাতে শুরুতে আটকাতে হবে কুইন্টন ডি কককে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বুধবার বিকেল পাঁচটায় মুখোমুখি হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি কক, জ্যানেমান ম্যালান, টেম্বা বাভুমা, কাইল ভারাইনে, রেসি ভ্যান ডার ডুসন, ডেভিড মিলার, কেশব মহারাজ, মার্কো জ্যানসেন, কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি