ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টাইগারদের থাবায় কাঁপছে দক্ষিণ আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২৩ মার্চ ২০২২ | আপডেট: ১৯:২০, ২৩ মার্চ ২০২২

সিরিজের তৃতীয় ওয়ানডেতে টাইগারদের একের পর এক আঘাতে কাঁপছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ঝড়ো সূচনার পর দ্রুতই দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ ডি কককে ফিরিয়ে রাশ টেনে ধরার পর জোড়া আঘাতে স্বাগতিকদের বিপদে ফেলেছেন পেসার তাসকিন আহমেদ। তুলে নিয়েছেন কাইল ভেরিয়েনে ও আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকা জানেমান মালানের উইকেট। পরে সাকিবও উইকেট উৎসবে যোগ দিলে চাপে পড়ে যায় স্বাগতিক দল। 

এর মধ্যে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ২৯ ওভারে সংগ্রহ করে ১২৬ রান।

শুরুতে প্রোটিয়ারা ভালো করলেও তাদের প্রথম উইকেট পড়ার পর পর বাক্সবন্দী হয়ে পড়েন মালান। ইনিংস গড়ার পথে কাইল ভেরিয়েনে সঙ্গী হতে চাইলেও তাকে থিতু হতে দেননি তাসকিন। খেলতে গেলে বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে ভেরিয়েনের স্টাম্পে। তার আগে এই ব্যাটার এক চারে করতে পারেন ৯ রান। প্রোটিয়াদের বিপদ আরও বাড়িয়ে দেন তাসকিন। 

শুরুতে আগ্রাসী ভঙ্গিতে খেলা মালানকে দারুণ এক ডেলিভারিতে গ্লাভসবন্দি করিয়েছেন। তাতে ৫৬ বলে ৭ চারে ৩৯ রানেই শেষ হয় মালানের ইনিংস। সাকিব নতুন নামা তেম্বা বাভুমাকে এলবিডব্লিউতে ফেরালে ভীষণ চাপে পড়ে যায় স্বাগতিক দল। প্রোটিয়া অধিনায়ক রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি।

বাংলাদেশি বোলারদের কঠিন চাপে পড়া প্রোটিয়াদের আশা হয়ে বেঁচে ছিলেন তখন ফন ডের ডুসেন ও ডেভিড মিলার। ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিক পারফর্ম করতে থাকা ফন ডের ডুসেন এবার পারেননি। শরিফুল তাকে আটকে দেন। এই বাঁহাতি পেসারের অপ্রত্যাশিত বাউন্সারে খেই হারিয়ে মিরাজকে সহজ ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে বিদায় নেন এই প্রোটিয়া ব্যাটার। এরপর ডেভিড মিলারও বিদায় নেন।

সেঞ্চুরিয়ানে আজকের বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। সিরিজে ১-১ সমতায় আজ যে দল জিতবে তারাই ট্রফি নিয়ে ফিরবে।

এমন একটি মুহুর্তে টস হেরে বোলিং-এ যেতে হয় বাংলাদেশকে। টস জেতার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন আনা হয়। আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যায় বাঁহাতি পেসার ওয়েইন পার্নেল। তার জায়গায় সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।

টানা ছয় ওয়ানডেতে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি