ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরছেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২৪ মার্চ ২০২২ | আপডেট: ০৯:১৬, ২৪ মার্চ ২০২২

পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা থেকে বৃহস্পতিবার দেশে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে প্রথম টেস্টটি মিস করতে পারেন সাকিব। 

সাকিবের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে দলীয় সূত্র। পরিবারের একাধিক সদস্য অসুস্থ থাকায় প্রোটিয়া সিরিজের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে তাকে।

সাকিবের মা, শাশুড়ি এবং দুই সন্তান বর্তমানে বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার।

দেশে ফেরায় ডারবানে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল নির্ধারিত প্রথম টেস্টটি মিস করতে পারেন সাকিব। তবে বিসিবি সূত্র জানিয়েছে, পোর্ট এলিজাবেথে ৭ থেকে ১১ এপ্রিল নির্ধারিত দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় থাকবেন দেশ সেরা এ অলরাউন্ডার।

দ্বিতীয় ওয়ানডে শেষে সাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে সুযোগ তৈরি হওয়ায় দেশে ফিরেননি এই অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক প্রথম জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন  সাকিব। ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। তবে, দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে প্রোটিয়ারা।

তাই শেষ ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়ল টাইগাররা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি