ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

৩ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ক্রিকেটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২৪ মার্চ ২০২২

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

দলের এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাখুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি পুরো দলের সঙ্গে মোবাইলে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বিসিবির পক্ষ থেকে ৩ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন।

গত ১৮ জুন দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের প্রথম ওয়ানডে জয় তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে গেলেও তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের পাত্তা না দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে তামিম ইকবালের দল।

এই জয়ে উল্লাস আর উচ্ছ্বাসে ভাসছে দেশের ক্রিকেটাঙ্গন। এই সাফল্যের অনুভূতি স্পর্শ করেছে সবাইকে। ম্যাচ শেষে বিসিবি সভাপতি ক্রিকেটারদের জন্য ৩ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

সেঞ্চুরিয়নে সিরিজ জয়ের পর গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘স্পিকার অন করে ঢাকায় ফোন দিয়েছিলাম। সভাপতি সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

পুরস্কারের বিষয়ে তিনি বলেন, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রাও তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। বোর্ড সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’

এই সিরিজ জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটা অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি।’ 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি