ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারী বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ২৫ মার্চ ২০২২ | আপডেট: ১১:২৯, ২৫ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে বোলিং নেয় অজিরা। তবে ওভার কমে ৭টি। ৪৩ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৩৫ রান। এ রান তাড়ায় নেমে কাঁপছে অস্ট্রেলিয়া। 

২৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। উইকেটগুলো নিয়েছেন সালমা খাতুন। এরপর চলে গেছে আরও দুটি উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৭০ রান।

ব্যাটিং এ শুরুটা ভালোই ছিল টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন মুর্শিদা খাতুন আর শারমিন আক্তার। তবে ১২ রান করে মুর্শিদা ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফারজানা হক (৮) সেট হয়ে আউট হন। শারমিন আক্তার ফেরেন ২৪ করে। অধিনায়ক নিগার সুলতানাও ৭ রানের বেশি করতে পারেননি।

রুমানা আহমেদ ও লতা মণ্ডলের জুটিটা আশা দেখাচ্ছিল বড় রানের। তবে ৩৩ রান করে জুটি ভাঙে রুমানার ১৫ রানে বিদায়ে। এরপর সালমা খাতুনকে নিয়ে ৩৬ রানের জুটি বাঁধেন লতা। ৬৩ বলে ৩৩ রান করা লতাকে ফেরান স্কাট। সালমার ব্যাটে করেন ২৩ বলে অপরাজিত ১৫ রান।

অজিদের পক্ষে ২টি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার ও জেস জোনাসেন। ১ উইকেট করে নেন মেগান স্কাট ও অ্যানাবেল সাদারল্যান্ড।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি