ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

অনবদ্য কীর্তি গড়লেন ফারজানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২৫ মার্চ ২০২২

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে এ ম্যাচে অনবদ্য কীর্তি গড়লেন বাংলাদেশের ফারজানা হক। ২২ বলে ৮ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেই তিনি রেকর্ড গড়লেন। বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন টপকে গেলেন তিনি।

ফারজানা হক এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ানডে রান করা নারী ক্রিকেটার। এই কীর্তি গড়তে তার দরকার ছিল মাত্র ৫ রান।

৪৭ ম্যাচে ৪৬ ইনিংস ব্যাট করে ফারজানা সংগ্রহ করেছেন ১০০৩ রান। যাতে নয়টি হাফসেঞ্চুরি। 

নারী এ ক্রিকেটার ব্যাটিং এভারেজ ২৪.৪৬। স্ট্রাইক রেট ৫০.৫৫। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭১ রানের। যেটি করেছেন পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক জয়ের মঞ্চে।

বাংলাদেশের হয়ে নারী ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রুমনা আহমেদ। অস্ট্রলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে ১৫ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন তিনি। এখন তাঁর মোট সংগ্রহ ৪৮ ম্যাচের ৪৫ ইনিংসে ৯৪৮ রান। রুমনা পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি ২৯ ম্যাচের ২৬টি ইনিংসে ৪৯৭ রান সংগ্রহ করেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি