ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অন্য জীবনের গল্প নিয়ে ওটিটিতে সাকিব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২৫ মার্চ ২০২২

খেলার মাঠ কী ব্যক্তিগত জীবন; সবসময় যেন ভক্ত-সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান। এবার অন্য এক সাকিবের দেখা মিললো ওটিটি প্ল্যাটফর্মে।

সম্প্রতি ইনসাইড স্টাইল’ নামে একটি লাইফ স্টাইল শোয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সাকিব। আর এ শোয়ের মাধ্যমে, প্রথমবারের মতো ভিন্ন এক সাকিবকে দেখা গেল। ৫ পর্বের এই রিয়েলিটি শোয়ের তৃতীয় পর্বে এসে জানা যাচ্ছে এই ক্রিকেটারের অন্য জীবনের গল্প।

এ শোয়ের মাধ্যমে শাকিব জানান, ছোটবেলা থেকেই ভাবতেন পেস বল করবেন, হবেন ওয়াসিম আকরামের মতো। আর স্পিন করলে সাক্লাইন মোস্তাকের মতো হবেন। 

এছাড়া সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকারের খেলা দেখতেন পাগলের মতো। যে কারণে তিনি ভিসিআর কিনে প্রচুর খেলা দেখতেন। তার সংগ্রহেও রয়েছে অনেক ডিভিডি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি