ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিয়ের পিঁড়িতে বসলেন লিওনেল মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:২৫, ১ জুলাই ২০১৭

বিয়ের পিঁড়িতে বসলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকাকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করলেন এই আর্জেন্টাইন আইকন।
মেসির জন্মস্থান রোজারিও সিটি সেন্টারে শুক্রবার আনন্দের ঢল নেমেছিলো বিয়ে উপলক্ষে। বিয়েতে স্বাক্ষী হিসেবে ছিলেন ২০১২ সালে প্রথম সন্তান চিয়াগো ও ২০১৫ সালে জন্ম নেয়া দ্বিতীয় সন্তান মাতেও। বিয়েতে প্রায় ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। ছিলেন পপ সুপার স্টার শাকিরা, শোবিজ তারকার পাশাপাশি ফুটবল তারকা লুইস সুয়ারেজ, দানি আলভেস, জেরার্দ পিকে ও নেইমারসহ ছিলেন অনেকেই। রোকুজ্জোর বিয়ের পোশাক তৈরী করেছে বিখ্যাত বার্সেলোনার ডিজাইনার রোসা ক্লারা। আর বিয়ের খবর জোগাড় করার অনুমতি পেয়েছিলেন ১৫০ সাংবাদিক।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি