এবার আসছে নারী আইপিএল
প্রকাশিত : ২০:০৬, ২৭ মার্চ ২০২২
ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্টে আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই নারী সংস্করণ চালু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এ বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হতে হবে। আগামী বছরের মধ্যে এটি শুরু করার পরিকল্পনা করছি আমরা।’
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, নারীদের আইপিএল চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি পাঁচ বা ছয় দলের লিগ হতে পারে।
ইতোমধ্যেই নারীদের ঘরোয়া টি-টোয়েন্টি আসর হয়ে থাকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে। ইংল্যান্ডেও দ্য হান্ড্রেড, নারীদের বিগ ব্যাশ ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে খেলে থাকেন নারী ক্রিকেটাররা।
এদিকে, সম্প্রতি নারী ক্রিকেটারদের নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তিনটি দল নিয়ে নারীদের সিপিএলের প্রথম আসর মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মাঝে।
এনএস//