ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনিশ্চিত মিচেল মার্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২৯ মার্চ ২০২২ | আপডেট: ১৪:৪৮, ২৯ মার্চ ২০২২

মিচেল মার্শ

মিচেল মার্শ

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অনুশীলনকালেই হিপ ইনজুরিতে পড়েন মিচেল মার্শ। যে কারণে কেবল প্রথম ম্যাচেই নয়, পুরো সিরিজটাই মিস করতে হতে পারে মার্শ ভাইদের কনিষ্ঠ জনকে।

এদিকে, মিচেল মার্শ ইনজুরিতে পড়ায় তার বদলে প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ পাচ্ছেন ক্যামেরন গ্রিন। দেশের হয়ে ২০২০ সালের ডিসেম্বরে মাত্র ১টি ওয়ানডে খেলেছেন তিনি।

টেস্টে হার দেখা লাহোরেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাবর আজমের দল। মঙ্গলবার ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল মার্শের। তার অনুপস্থিতি অজিদের অনভিজ্ঞ দলকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে ধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমাদের ধারণা অনুশীলনেই তিনি হিপ ইনজুরিতে পড়েছেন। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে চোটটা কেমন। কিন্তু আমি মনে করি না, এই সিরিজে সে থাকবে। তার অবস্থা দেখে এমনটাই মনে হচ্ছে।’

২০১১ সালে অভিষেকের পর ৬৩টি ওয়ানডে খেলছেন মার্শ। দলের টপ-অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বল হাতেও বেশ সাফল্য আছে তার।

২০২১ সালে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলা মার্শ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ফাইনালে ৫০ বলে অপরাজিত ৭৭ রান করেছিলেন তিনি।

এদিকে, ১৯৯৮ সালের পর প্রথমবারের মত পাকিস্তান সফরে এসে ইতোমধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে অজিরা। এবার ওয়ানডে লড়াইয়ে নামবে তারা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি