ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

র‍্যাঙ্কিয়ের ছয় নম্বরে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ১১:১৯, ৩০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

মঙ্গলবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারায় রেটিং পয়েন্ট কমে যায় পাকিস্তানের। এতে র‍্যাঙ্কিয়ের সাত নম্বরে নেমে যায় তারা। আর ছয়ে নম্বরে উঠে আসে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের নামের পাশে ৯৩ রেটিং পয়েন্ট জমা করে তামিম ইকবালের দল। 

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। চতুর্থ অবস্থানে আছে ভারত এবং পঞ্চম অবস্থানে দক্ষিণ আফ্রিকা। ছয়ে বাংলাদেশ, সাতে পাকিস্তান। 

আট নম্বরে শ্রীলঙ্কা, নয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং দশ নম্বরে আছে আফগানিস্তান।

এদিকে, নারী বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে সালমা খাতুনের র‌্যাঙ্কিংয়ে। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় সাত ধাপ এগিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

মঙ্গলবার মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এখন ১৯তম স্থানে সালমা। এই তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তার এক ধাপ উপরে আছেন রুমানা আহমেদ।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার এলিস পেরি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি