ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোমিনুলের ফিফটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ৩১ মার্চ ২০২২

মোমিনুল হক সৌরভ

মোমিনুল হক সৌরভ

টেস্ট ক্যারিয়ারে ফিফটি পূরণ করলেন টাইগার টেস্ট অধিনায়ক মোমিনুল হক সৌরভ। ডারবানের কিংসমিডে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেই ৫০তম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক  স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক। 

কিংসমিডে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস করতে নেমেই দেশের হয়ে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মোমিনুল হক।

বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে হাফ সেঞ্চুরির এই মাইলফলক স্পর্শ করলেন মোমিনুল। মোমিনুলের আগে দেশের হয়ে ৫০ বা তার বেশি টেস্ট খেলেছেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, হাবিবুল বাশার ও মাহমুদুল্লাহ রিয়াদ।

২০১৩ সালের মার্চে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মোমিনুলের। ৫০তম ম্যাচের আগে মোমিনুলের টেস্ট পরিসংখ্যান হলো- ৩ হাজার ৫০১ রান ও ৭ উইকেট। সেঞ্চুরি ১১টি, হাফ-সেঞ্চুরি ১৫টি। 

বাংলাদেশের পক্ষে ৫০ বা তার বেশি টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড়ের তালিকা: 

খেলোয়াড় সেশন ম্যাচ
মুশফিকুর রহিম ২০০৫-২০২২ ৭৯
তামিম ইকবাল ২০০৮-২০২২ ৬৪
মোহাম্মদ আশরাফুল ২০০১-২০১৩ ৬১
সাকিব আল হাসান ২০০৭-২০২২ ৫৯
হাবিবুল বাশার ২০০০-২০০৮ ৫০
মাহমুদুল্লাহ রিয়াদ ২০০৯-২০২১ ৫০
মোমিনুল হক ২০১৩-২০২২ ৫০

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি