ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার শুরুতেই খালেদের জোড়া আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১ এপ্রিল ২০২২

খালেদ আহমেদ

খালেদ আহমেদ

ডারবান টেস্টে প্রথম দিনের প্রথম সেশনটা উইকেটশূন্য কাটালেও দ্বিতীয় দিনের শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। প্রথম দিনের প্রথম উইকেট এনে দেয়ার পর দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হানলেন খালেদ আহমেদ। এই পেসারের জোড়া আঘাতে ২৪৫ রানেই ৬ষ্ঠ উইকেট হারাল প্রোটিয়ারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৫৪ রান। ৬৮ রানে ব্যাট করছেন টেম্বা বাভুমা, সঙ্গে যোগ দেয়া কেশব মহারাজ আছেন ৫ রানে।

এর আগে ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে ডারবান টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিক দল। টেম্বা বাভুমা ৫৩ রানে এবং কাইল ভেরেইন্নে ২৭ রান নিয়ে শুরু করেন। দুজনের থিতু হওয়া জুটিতে বাড়ছিল বাংলাদেশের বিপদ।

তবে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১২ রান যোগ করতেই জুটি ভেঙে দেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় নতুন বল নিয়ে দিনের ষষ্ঠ ওভার করতে এসে দ্বিতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন কাইল ভেরেইন্নেকে। ৮১ বলে ২৮ রান করা ভেরেইন্নে বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।

পরের বলেই আবারও খালেদের আঘাত। নতুন ব্যাটার উইয়ান মুল্ডার বুঝেই উঠতে পারেননি খালেদের বলটি। লাফিয়ে ওঠা বলটা খেলতে গিয়ে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা দিয়ে মুল্ডার বিদায় নেন রানের খাতা খোলার আগেই।

খালেদের এই জোড়া আঘাতে দিনের শুরুটা দুর্দান্ত হল বাংলাদেশের। পরপর ২ বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই পেসার। যদিও তা হয়নি। কেশভ মহারাজ এসে ভালোভাবেই সামাল দেন তাকে। 

এদিকে, বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে টাইগার কোচ রাসেল ডমিঙ্গোও বলেছিলেন, ৩২০ রানের মধ্যে প্রোটিয়াদের অলআউট করতে চান তারা। দেখা যাক, সেই লক্ষ্য টাইগাররা কতটা পূরণ করতে পারেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি