ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আক্ষেপে পুড়লেন বাভুমা, উল্লাসে মাতল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ১ এপ্রিল ২০২২

বাভুমাকে ফিরিয়ে উল্লাসে মাতলেন মোমিনুল-মিরাজরা

বাভুমাকে ফিরিয়ে উল্লাসে মাতলেন মোমিনুল-মিরাজরা

ডারবান টেস্টে প্রথম দিনের প্রথম সেশনটা উইকেটশূন্য কাটালেও দ্বিতীয় দিনের শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। প্রথম দিনে প্রথম ব্রেক-থ্রু এনে দেয়ার পর দ্বিতীয় দিনের শুরুতেও জোড়া আঘাত হানেন খালেদ আহমেদ। এরপর মিরাজের ছোবলে ৭ রানের আক্ষেপে পুড়লেন বাভুমা। আর মজারাজকে তুলে নেন এবাদত। 

যার ফলে ২৯৮ রানেই অষ্টম উইকেটে পতন হয় স্বাগতিকদের। খালেদ আহমেদ ৩টি, মিরাজ ও এবাদত ২টি করে এবং তাসকিন আহমেদ একটি উইকেট লাভ করেন।

এর আগে ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে ডারবান টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিক দল। টেম্বা বাভুমা ৫৩ রানে এবং কাইল ভেরেইন্নে ২৭ রান নিয়ে শুরু করেন। দুজনের থিতু হওয়া জুটিতে বাড়ছিল বাংলাদেশের বিপদ।

তবে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১২ রান যোগ করতেই জুটি ভেঙে দেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় নতুন বল নিয়ে দিনের ষষ্ঠ ওভার করতে এসে দ্বিতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন কাইল ভেরেইন্নেকে। ৮১ বলে ২৮ রান করা ভেরেইন্নে বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।

পরের বলেই আবারও খালেদের আঘাত। নতুন ব্যাটার উইয়ান মুল্ডার বুঝেই উঠতে পারেননি খালেদের বলটি। লাফিয়ে ওঠা বলটা খেলতে গিয়ে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা দিয়ে মুল্ডার বিদায় নেন রানের খাতা খোলার আগেই।

খালেদের এই জোড়া আঘাতে দিনের শুরুটা দুর্দান্ত হল বাংলাদেশের। পরপর ২ বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই পেসার। যদিও তা হয়নি। কেশভ মহারাজ এসে ভালোভাবেই সামাল দেন তাকে।

সেইসঙ্গে টাইগার বোলারদের সামাল দিয়ে বাভুমাকে সঙ্গ দিয়ে গড়েন ৯৪ বলে ৫৩ রানের এক গুরুত্বপূর্ণ জুটি। যে জুটি গড়ার পাশাপাশি নিজের টেস্ট ক্যারিয়ায়রের দ্বিতীয় শতকের লক্ষ্যেই ছুটছিলেন ১৮তম ফিফটি হাঁকানো টেম্বা বাভুমা। তবে এই জুটি এবং বাভুমা ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই থামিয়ে দেন মেহেদী মিরাজ।

টাইগার এই স্পিনার তার মায়াবী ছোবলে বাভুমাকে বোল্ড করে ব্রেক-থ্রু এনে দেন দলকে। ব্যাকফুটে খেলতে গিয়েই বোল্ড হয়ে মাত্র ৭ রানের আক্ষেপ নিয়ে ফেরেন প্রোটিয়া এই ওয়ানডে অধিনায়ক। তার ১৯০ বলের ধৈর্য্যশীল ইনিংসে ছিল ১২টি চারের মার। 

আর এরইসঙ্গে ২৯৮ রানের মাথায় স্বাগতিকরা তাদের সপ্তম উইকেট হারাতেই মহারাজকেও তুলে নেন এবাদত। দারুণ এক ডেলিভারিতে কেশভকে সরাসরি বোল্ড করেন এই পেসার। ফলে ওই রানেই অষ্টম উইকেট পতন ঘটে দক্ষিণ আফ্রিকার।

এদিকে, বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে টাইগার কোচ রাসেল ডমিঙ্গোও বলেছিলেন, ৩২০ রানের মধ্যে প্রোটিয়াদের অলআউট করতে চান তারা। দেখা যাক, সেই লক্ষ্য টাইগাররা কতটা পূরণ করতে পারেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি