ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জয়-শান্তে পঞ্চাশ ছাড়াল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১ এপ্রিল ২০২২

নাজমুল হোসাইন শান্ত

নাজমুল হোসাইন শান্ত

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। প্রোটিয়াদের ৩৬৭ রানের জবাব দিতে নেমে মাত্র ২৫ রানেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে জয়কে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ পঞ্চাশ ছাড়ালেন শান্ত।

এর আগে স্বাগতিক দলকে ৩৬৭ অলআউট করে ব্যাট করতে নামে সফরকারীরা। শুরুটা অবশ্য দেখেশুনেই করেন দুই তরুণ মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক। প্রথম দশ ওভারেই দুজনে যোগ করেন ২৫ রান। তবে চা বিরতির ঠিক আগেই আক্রমণে আসা হার্মার সিমনের ঘূর্ণিতে পরাস্ত হন সাদমান। ফেরেন মাত্র ৯ রানেই।

ব্যাট হাতে অপরাজেয় থাকা স্পিনারের গুড-লেন্থে পড়ে নিচু হয়ে যাওয়া বলে সরাসরি বোল্ড হন ১৩তম টেস্ট খেলতে নামা বাঁহাতি ওপেনার। যাতে ওই ২৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাদমানকে তুলে নিয়েই চা বিরতিতে যায় প্রোটিয়ারা।

তবে জয়কে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ পঞ্চাশ পার করেন নাজমুল হোসাইন শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৬২ রান। জয় ২৯ রানে এবং শান্ত ২৪ রানে ক্রিজে আছেন।

এর আগে ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়ারা প্রথম সেশন শেষ করে ৩১৪ রানে ৮ উইকেট হারিয়ে। লাঞ্চ বিরতির পর দুই টেল এন্ডার সিমন হার্মার ও লিজাড উইলিয়ামস দৃঢ়তা দেখান।

বাংলাদেশ নবম উইকেটের দেখা পায় দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে। ৩২ বলে ১২ রান করা উইলিয়ামসকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। এর আগে উইয়ান মুল্ডারকে দুর্দান্ত ক্যাচে পরিণত করে খালেদকে উইকেট এনে দিয়েছিলেন যিনি, সেই মাহমুদুল হাসান জয়ই তালুবন্দী করেন উইলিয়ামসকে।

মোট ২৫ ওভার বল করে ৯২ রানের খরচায় খালেদ শিকার করেন ৪টি উইকেট। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং ফিগার।

বাংলাদেশকে শেষ উইকেটটি এনে দেন মেহেদী হাসান মিরাজ। তবে এজন্য অপেক্ষা করতে হয়েছে ১২ ওভার! হার্মারকে তো আউটই করা যায়নি, ৭৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন এই স্পিনার। ৩২ বলে ১২ রান করে দৃঢ়তা দেখান ডুয়ান্নে অলিভিয়ের লেগ বিফোর হন মিরাজের বলে। যাতে ১২১ ওভারে ৩৬৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

খালেদ ছাড়া এই ইনিংসে মিরাজ শিকার করেছেন ৩টি উইকেট। এছাড়া দুটি উইকেট শিকার করেছেন এবাদত হোসাইন। আর তাসকিনের ঝুলিতে গেছে বাকি উইকেটটি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি