ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ড্র শুক্রবার রাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই যেন ফুটবল ভক্তদের মনে উত্তেজনা বেড়েই চলেছে। একদিন আগেই বিশ্বকাপের বল উন্মোচন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। কোন দল কোন গ্রুপে পড়বে, কে কার প্রতিপক্ষ হবে, আজ রাতেই তা নির্ধারিত হয়ে যাবে। বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের রাজধানী দোহায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।

এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৩২টি দল। কিন্তু ড্রয়ের আগে সবগুলো দলের নাম পাচ্ছে না ফিফা। করোনা মহামারীর কারণে বাছাইপর্বের অনেক ম্যাচ পিছিয়েছে। সেইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও  দুটি আন্তমহাদেশীয় ও ইউরোপের একটি প্লে অফের নিষ্পত্তি হবে আগামী জুনে। তাই ২৯টি দলের নাম আর ৩টি দলের জায়গা ফাঁকা রেখেই ড্র অনুষ্ঠান করতে যাচ্ছে ফিফা।

৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হবে।  সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ের ভিত্তিতে দলগুলোর নাম ৪টি পাত্রে রাখা হবে। তবে স্বাগতিক হিসেবে কাতারকে রাখা হয়েছে ১ নম্বর পাত্রে। এটিও নির্ধারিত হয়ে গেছে যে তারা বিশ্বকাপে 'এ' গ্রুপেই খেলবে। ১ নং পাত্রে আরও আছে কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।

এছাড়া দুই নং পাত্রে আছে- মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া। ৩ নম্বর পাত্রে থাকবে সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তিউনিসিয়া। আর ৪ নম্বরে ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন, কোস্টারিকা/নিউজিল্যান্ড, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত। এরপর লটারির মাধ্যমে নির্ধারিত হবে, কোন দল কোন গ্রুপে খেলবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি