ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২ এপ্রিল ২০২২

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ ও পরামর্শক হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। প্রাথমিকভাবে তিন সপ্তাহের জন্য গুলকে দলের সাথে যুক্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

আগামী ৪ এপ্রিল আবুধাবিতে দলের সাথে ক্যাম্পে যোগ দিবেন গুল।

এক বিবৃতিতে গুল বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর পর একটি জাতীয় দলকে সহায়তা করার সুযোগ পাওয়াটা আনন্দদায়ক। আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করতে আমি সেরাটা দিয়ে চেষ্টা করবো।’

পাকিস্তানের হয়ে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৩৭ ম্যাচে ৪২৭ উইকেট নিয়েছেন গুল। পাকিস্তান সুপার লিগ, কাশ্মির প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগের পাশাপাশি ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গুলের।

সম্প্রতি ইংল্যান্ডের গ্রাহাম থর্পকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় এসিবি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি