ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাসেল তাণ্ডবে উড়ে গেল পাঞ্জাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:২২, ২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

 

কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার আন্দ্রে রাসেল ঝড়ে স্রেফ উড়ে গেল পাঞ্জাব কিংস। ৩১ বলের ইনিংসে ৮ ছক্কার সঙ্গে দুই চারে এই ক্যারিবীয় অপরাজিত থাকেন ৭০ রানে। রাসেলের এমন তাণ্ডবে ৩৩ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে কলকাতা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্যবার টস হেরে আগে ব্যাট করতে নেমে উমেশ যাদবের আগুনঝরা বোলিংয়ে ১৮.২ ওভারে মাত্র ১৩৭ রান তুলতেই অলআউট হয়ে যায় পাঞ্জাব। জবাবে ৫১ রানে ৪ উইকেট হারালে শঙ্কা দেখা দেয় কলকাতা শিবিরে। 

রাসেল ঝড়ে উড়ে যায় সেই কালো মেঘ। ৩৩ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।

দুই দলের ব্যাটসম্যানরা যেখানে রান করতে ভুগছিলেন সেখানে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন রাসেল। ঝড় বইয়ে দেন তার স্বদেশী অলরাউন্ডার ওডিন স্মিথের ওপর। গতিময় এই পেসারকে ওভারে চার ছক্কার সঙ্গে মারেন এক চার।

পরে আর্শদিপ সিংকে চার মেরে ২৬ বলে ফিফটি স্পর্শ করেন রাসেল। আইপিএলে যা তার দশম ফিফটি। ওই ওভারের শেষ বলে দুর্দান্ত শটে কাভারের ওপর দিয়ে ছক্কায় ওড়ান তিনি।

দুই ওপেনার ভেংকটেশ আইয়ার (৩) ও অজিঙ্কা রাহানে (১২) হতাশ করার পর পাওয়ার প্লেতে ঝড় তুলেছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২৬ রান। ইনিংসের সপ্তম ওভারে শ্রেয়াস ফেরার পর শূন্য রানে আউট হন নীতিশ রানা।

ফলে ৭ ওভার শেষে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৫১ রান। সেখান থেকে পরের ৭.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় কলকাতা। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে মাত্র ৪৫ বলে ৯০ রান যোগ করেন উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস ও আন্দ্রে রাসেল।

যেখানে ২ চার ও ৮ ছয়ের মারে মাত্র ৩১ বলে ৭০ রান করেন রাসেল। অন্যদিকে ২৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন বিলিং। 

পাঞ্জাবের লেগস্পিনার ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১৩ রানে নিয়েছেন ২টি উইকেট।

পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেছেন ভানুকা রাজাপাকশে। তাও কি না মাত্র ৯ বলে, সমান তিনটি করে চার-ছয়ের মার ছিল তাতে। এছাড়া কাগিসো রাবাদা ১৬ বলে ২৫ ও লিয়াম লিভিংস্টোন ১৬ বল থেকে করেছেন ১৯ রান। 

অবশ্য ঝড়ো ব্যাটিং করেও ম্যাচসেরার পুরস্কার জেতেননি রাসেল। ক্যারিয়ারসেরা বোলিং করে পাঞ্জাবকে ধসিয়ে দিয়েছিলেন ডানহাতি পেসার উমেশ যাদব। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। আর তাতেই যাদবের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি