ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শুরুতেই তাসকিনের বিদায়, একশ ছাড়াল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২ এপ্রিল ২০২২ | আপডেট: ১৪:৪৫, ২ এপ্রিল ২০২২

ডারবান টেস্টের তৃতীয় দিনের শুরুতেই তাসকিন আহমেদকে হারাল বাংলাদেশ। সকালে মাত্র ৪ বল খেলে ১ রান করে লিজাড উইলিয়ামসের বলে গালিতে মুল্ডারকে ক্যাচ দিয়ে ফেরেন নাইটওয়াচম্যান হিসেবে নামা এই ব্যাটার। তার আগেই অবশ্য দলীয় সংগ্রহ একশ পার করে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১২১। তাসকিনের বিদায়ে মাঠে নামা লিটন দাস আছেন ১৬ রানে। তার সঙ্গে ৪৬ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়।

এর আগে ডারবান টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। দলের পক্ষে জয় ও নাজমুল হোসাইন শান্ত ছাড়া বাকিরা ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। শান্ত করেন ৩৮ রান।

শেষ বিকালে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে টাইগারদের চাপে ফেলেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। সাত বছর পর দলে ফিরে মাত্র ৪২ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন এই অফ স্পিনার।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পক্ষে টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭ রান করেন। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ৪টি উইকেট নেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি