ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়ের ফিফটি, দেড়শ ছাড়াল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:১৫, ২ এপ্রিল ২০২২

তৃতীয় টেস্টেই দ্বিতীয় ফিফটি পেয়ে গেলেন জয়

তৃতীয় টেস্টেই দ্বিতীয় ফিফটি পেয়ে গেলেন জয়

Ekushey Television Ltd.

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে হার্মারের স্পিন বিষে নীল হয়ে বাংলাদেশের ইনিংস যখন বিপর্যস্ত, তখন একপ্রান্ত আগলে রেখে একাই বুক চিতিয়ে লড়ে গেছেন তরুণ মাহমুদুল হাসান জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনারের লড়াকু ব্যাটিংয়ের পরও পিছিয়ে পড়ে বাংলাদেশ।

তবে নিজে যে পিছিয়ে পড়ে থাকার পাত্র নন, সেটাই জানান দিচ্ছেন টাইগার এই তরুণ তুর্কি। তৃতীয় দিনের শুরুতেই নাইটওয়াচম্যাচ তাসকিনকে (১) হারালেও অভিজ্ঞ লিটন দাসকে সঙ্গী হিসেবে পেয়েই যেন খোলস ছেড়ে বের হন আগের দিন ১৪১ বল খেলে ৪৪ রানে অপরাজিত থাকা জয়।

টাইগারদের ইনিংসে মড়ক লাগানো সেই হার্মারকেই বাউন্ডারি মেরে তিন টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি পূরণ করেন জয়। ১৭০ বলে ৫টি চারের মারে ওই মার্কে পৌঁছান টাইগার ওপেনার। এরপর আরও একটি চার ও একটি ছক্কা মেরে ৬৯ রানে অপরাজিত আছেন ২১০ বল খেলা জয়। 

এর আগে নিজের অভিষেক টেস্টে কিউয়িদের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৭৮ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। আজ সেটা টপকে যেতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।

এদিকে, অন্যপ্রান্তে ৫টি চারের মারে ৩০ রানে অপরাজিত আছেন লিটন দাস। সেইসঙ্গে ষষ্ঠ উইকেটে এ দুজনে গড়েছেন ৬০ রানের জুটি। যাতে বাংলাদেশের স্কোর পৌঁছে গেছে ১৬২ রানে।

এর আগে ডারবান টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। দলের পক্ষে জয় ও নাজমুল হোসাইন শান্ত ছাড়া বাকিরা ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। শান্ত করেন ৩৮ রান।

শেষ বিকালে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে টাইগারদের চাপে ফেলেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। সাত বছর পর দলে ফিরে মাত্র ৪২ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন এই অফ স্পিনার।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের পক্ষে টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭ রান করেন। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ৪টি উইকেট নেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি