ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভুল বোঝাবুঝির শিকার ইয়াসির, চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২ এপ্রিল ২০২২

রান আউটে কাটা পড়লেন ইয়াসির আলী

রান আউটে কাটা পড়লেন ইয়াসির আলী

Ekushey Television Ltd.

দিনের শুরুতেই তাসকিনকে হারালেও জয়কে নিয়ে ভালোই খেলছিলেন লিটন দাস। তবে লাঞ্চের পরই জোড়া ধাক্কায় আবারও চাপে পড়ে গেল বাংলাদেশ। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতোমধ্যেই ইতিহাস গড়া জয় আছেন ক্যারিয়ারের প্রথম শতকের অপেক্ষায়।

এর আগে লিটন দাসের সঙ্গে ৮২ রানের ও ইয়াসিরের সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ভালোই জবাব দিচ্ছিলেন তরুণ এই ওপেনার। আড়াই শতাধিক বলের ম্যারাথন ইনিংস খেলা টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন নব্বইয়ের ঘরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২২৪ রান। জয় অপরাজিত আছেন ৯৫ রানে। তার সঙ্গে ৪ রানে আছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে তৃতীয় দিন সকালে মাত্র ৪ বল খেলেই বিদায় নেন নাইটওয়াচম্যান তাসকিন। লিজাড উইলিয়ামসের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরার আগে করতে পারেন মাত্র ১ রান।

তাসকিনের বিদায়ের পর মাঠে নেমেই প্রতি আক্রমণ শুরু করেন লিটন। তিন চারে ২৪ বলে করে ফেলেন ১৬ রান। এরপরই লিজাড উইলিয়ামসের বলে স্লিপে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে বসেন লিটন। তবে প্রোটিয়া অধিনায়ক মিস করায় সে যাত্রায় বেঁচে যান লিটন।

এরপর অবশ্য সাবধানী ক্রিকেট খেলতে থাকেন এই ব্যাটার। অপরপ্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন জয়। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাতেও ব্যাট হাতে সফল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটার। সিমন হার্মারকে স্ট্রেটে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন জয়। এরপরে হার্মারকে বড় এক ছয়ও হাঁকান এই তরুণ।

লাঞ্চে যাওয়ার আগে ৮২ রানের জুটি গড়েন লিটন-জয়। তবে লাঞ্চের পর মাঠে নেমেই উইলিয়ামসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন ৪১ রান করা লিটন। এরপর মাঠে নামা ইয়াসিরও ভালো খেলছিলেন। তবে জয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২২ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন এই ব্যাটার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি