ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অবশেষে উইকেট পেল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৩ এপ্রিল ২০২২

মাহমুদুল হাসান জয়ের মাহাকাব্যিক ইনিংসের পরও ৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। ৭৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা প্রোটিয়া ইনিংসে বারবার হানা দিয়েও উইকেটের দেখা পায়নি টাইগাররা। অবশেষে এবাদতের হাত ধরে এল কাঙ্ক্ষিত সেই সাফল্য। 

পেসার এবাদত হোসাইনের দুর্দান্ত এক ডেলিভারিতে ৪৮ রানের মাথায় উইকেট হারাল স্বাগতিকরা। ইনিংসের ১৯তম ওভারে এসে। তৃতীয় বলটি সারেল এরউয়ির ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হানে পিছিনের পায়ে। জোরাল আবেদনেও আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক মোমিনুল হক।

আর এবারের রিভিউতেই ব্রেক-থ্রু পেয়ে যায় বাংলাদেশ। এর আগে বেশ কয়েকবার আবেদন করে এবং রিভিউ নিয়েও সাফল্যের দেখা পায়নি সফরকারীরা। 

যাইহোক ৫১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন এরউয়ি। তবে ৪১ রানে ক্রিজে আছেন স্বাগতিক অধিনায়ক ডিন এলগার। সঙ্গে যোগ দেয়া কিগান পিটারসেন আছেন ৬ রান নিয়ে। যাতে ১৩০ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি