ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হতাশ বাংলাদেশ, বড় লিডের পথে স্বাগতিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৩ এপ্রিল ২০২২

বিরতিতে যাচ্ছেন অপরাজিত দুই স্বাগতিক ব্যাটার

বিরতিতে যাচ্ছেন অপরাজিত দুই স্বাগতিক ব্যাটার

Ekushey Television Ltd.

চোটের কারণে বল করতে পারছিলেন না তাসকিন আহমেদ। বাকি তিন বোলার মিলে যেসব সুযোগ তৈরি করছিলেন, তাও কখনো আম্পায়ারের ভুলে, কখনো বা ফিল্ডারদের ভুলে হাতছাড়া হয়। ডারবান টেস্টের চতুর্থ দিনে এমন হতাশময় প্রথম সেশনে অবশ্য ৯৯ রান তুলে বড় লিডের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা স্বাগতিকরা নতুন দিনের প্রথম সেশনে একটি উইকেটই হারিয়েছে, মধ্যাহ্নভোজে গেছে ১৭৪ রানের লিড নিয়ে। ৫১ বলে ৮ রান করা সারেল আরউয়িকে সাজঘরে ফেরান এবাদত হোসাইন চৌধুরী। দলীয় ৪৮ রানে তাকে শিকার করার আগে বল করতে হয়েছে ১৮.৩ ওভার।

এরপর আম্পায়ারের ভুল কিংবা ফিল্ডারদের ভুল, বারবার হতাশ হতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। ৩৪ রানে নাজমুল হোসাইন শান্ত ও ৪৩ রানে ইয়াসির আলীর হাতে দুই দফা জীবন পাওয়া স্বাগতিক অধিনায়ক ডিন এলগার পূর্ণ করেছেন ক্যারিয়ারের ২০তম অর্ধশতক।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অবশ্য বল হাতে তুলে নিতে হয় তাসকিনকেও। চোট সমস্যা কেটে গেছে, নাকি ব্রেক থ্রুর জন্য মরিয়া হওয়ার কারণেই তিনি বল হাতে তুলে নিয়েছেন- তা এখনও স্পষ্ট নয়। তবে দ্বিধাহীনচিত্তে এ কথা বলা যাচ্ছে যে, সময়ের সাথে সাথে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করছে প্রোটিয়ারা।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৫ রান। ফলে লিড দাঁড়িয়েছে ১৭৪-এ। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভার খেলেছে দলটি। এলগার ৯২ বলে ৬২ ও কিগান পিটারসেন ৫৫ বলে ২১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। ২৩ রানে ১টি উইকেট নিয়েছেন এবাদত।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি