মিরাজ-এবাদতের জোড়া আঘাতে স্বস্তিতে বাংলাদেশ
প্রকাশিত : ১৭:৪৯, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:৫৪, ৩ এপ্রিল ২০২২
দলীয় ৪৮ রানের মাথায় সারেল এরউয়িকে আউট করার পর ডিন এলগারকে সঙ্গ দিতে আসেন কিগান পিটারসেন। একপ্রান্তে থেকে থিতু হয়ে ৭৩ বলে ৬টি চারে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুলে নেন প্রোটিয়া অধিনায়ক। সঙ্গে পিটারসেনকে নিয়ে তোলেন আরও ৬৮ রান। তবে কামব্যাক করা তাসকিনের শিকার হয়ে ফিরতে হয় তাকে।
তার আগে প্রথম সেশনে ১০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেটের দেখা পেলেন তাসকিন। দুইবার জীবন পাওয়া এলগারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ১০২ বলে ৬৪ রান করে বিদায় নেন প্রোটিয়া অধিনায়ক।
এরপর ৩৬ রান করা পিটারসেনকেও ফেরান মেহেদী মিরাজ। মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪টি চার মারেন ৮৪ বল খেলা এই ব্যাটার। পরের ওভারেই ৪ রান করা টেম্বা বাভুমাকে আউট করেন এবাদত। স্লিপে বাঁহাতে দুর্দান্ত এক ক্যাচ নেন ইয়াসির। এর তাকে আউট করার মধ্যদিয়েই স্বস্তি ফিরে এল টাইগার শিবিরে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩০ রান। ভেরেইন্নে ৪ রানে ক্রিজে আছেন। স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ রানে।
এনএস//