ইতিহাস গড়তে টাইগারদের প্রয়োজন ২৭৪
প্রকাশিত : ২১:১৩, ৩ এপ্রিল ২০২২
প্রথম ইনিংসে ৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ২০৪ রানে। ফলে ডারবান টেস্ট জিতে ইতিহাস গড়তে সফরকারী বাংলাদেশকে করতে হবে ২৭৪ রান।
বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা প্রোটিয়ারা তৃতীয় সেশনে এসে গুটিয়ে যায়। বাংলাদেশের পক্ষে এবাদত হোসাইন ও মেহেদী হাসান মিরাজ ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া চোট নিয়ে বোলিং করেও দুটি উইকেট নেন তাসকিন আহমেদ।
প্রোটিয়াদের পক্ষে অর্ধশতক পেরোনো ইনিংস আছে একটি। দুইবার জীবন পাওয়ার ফায়দা নিয়ে অধিনায়ক ডিন এলগার করেন ৬৪ রান। ১১৬ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে তার বিদায়েই খেই হারায় দল।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান করেছিল প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের মহাকাব্যিক ইনিংসে ২৯৮ রান জড়ো করে বাংলাদেশ।
এনএস//