ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

জয় চায় টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৪ এপ্রিল ২০২২

ডারবান টেস্ট জিততে হলে বাংলাদেশর প্রয়োজন ছিল ২৭৪ রান। সেই লক্ষ্যে নেমে শুরুতেই বেকায়দায় পড়ে টাইগাররা। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়ে তারা। তবে জয় কঠিন হলেও এর বিকল্প চিন্তা করছে না বাংলাদেশ।

এই ম্যাচ ড্র করার চেয়ে জয়ের জন্য লড়াই করাই সহজ। তাই প্রথম সেশন থেকেই বাংলাদেশ জয়ের জন্য খেলবে, এমনটা জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, “জানি জয়টা খুব কঠিন। জিততে হলে আরও ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। সারাদিন যদি আমরা ব্যাট করি, অবশ্যই জেতার চান্স থাকবে।”

প্রোটিয়াদের স্পিনে সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক বোকা বনে গিয়েছেন। তবে এখনও আছেন- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী ও মেহেদী হাসান মিরাজ। যারা ব্যাট হাতে ম্যাচ ফিরিয়ে আনতে সক্ষম।

টিম ডিরেক্টর বলেন, “এখনও মুশফিক-শান্ত উইকেটে আছেন। এরপরে লিটন, ইয়াসির ও মিরাজ আছেন। এখনো আমাদের জেতার সুযোগ আছে। কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। তবে আমরা চেষ্টা করব।”

তিনি বলেন, “এখনও আমরা জেতার আশা ছাড়ছি না। যদি ধৈর্য্য নিয়ে ব্যাট করতে পারি, সময় নিয়ে ব্যাট করতে পারি, তাহলে এই ম্যাচে আমাদের জেতা সম্ভব। এখান থেকে ড্র করার সুযোগ কম। হয় আমরা জিতবো, না হয় হারবো।”

এর আগে নিজেদের প্রথম ইনিংসেও দ্বিতীয় দিনের শেষ বিকালে হুট করে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের এই সমস্যা প্রায় নিয়মিত বলা চলে। যেকোনো সেশনের শেষ দিকে এসেই গোলমাল পাকিয়ে ফেলে টাইগাররা। অনাকাঙ্ক্ষিত কিছু উইকেট হারিয়ে ফেলে তারা। তবে টিম টাইগারের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের মতে ক্রিকেটে এটা হতেই পারে।

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের পর দক্ষিণ আফ্রিকায়ও নিজেদের দারুণ সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ। ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে আটকে দেয় টিম টাইগার। ফলে শেষ ইনিংসে ২৭৪ রানের লক্ষ্য পায় টাইগাররা। হাতে ছিল পুরো একদিন ও চতুর্থ দিনের কিছু ওভার। কিন্তু চতুর্থ দিনে মাত্র ৬ ওভারে ১১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি