ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

৩৩ রানেই ৭ উইকেট নেই টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১৪:৩৫, ৪ এপ্রিল ২০২২

পঞ্চম দিনের প্রথম ওভারেই সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম। স্কোরকার্ডে ৪ রান যোগ হতেই উইকেট বিলিয়ে দেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। মহারাজকে তুলে মারতে গিয়ে মিডঅনে ক্যাচ তুলে দেন লিটন। ১৬ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় সফরকারীরা।

এর পর পরই ইয়াসির ও মিরাজের উইকেট হারিয়ে পরাজয়ের দ্বার প্রান্তে তারা।

মহারাজের ফ্লাইটেড ডেলিভারি সামনে টেনে আনে ইয়াসিরকে। পা বাড়িয়ে ডিফেন্স করেন ব্যাটসম্যান। কিন্তু তার ব্যাট নেমে আসে ভুল অ্যাঙ্গেলে।  বল পিচ করে হালকা টার্ন করে ব্যাটকে ফাঁকি দিয়ে ছোবল দেয় স্টাম্পে। ৫ রানে আউট হন ইয়াসির।

এর আগে দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানের লক্ষ্যে পঞ্চম দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১১ রান ও হাতে ৩ উইকেট নিয়ে দিন শুরু করে মুমিনুল হকের দল।

পঞ্চম দিন (সংক্ষিপ্ত স্কোর)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৪ ওভারে ৪২/৭ (লক্ষ্য ২৭৪)

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি