ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেষ ২ বলে রাহুলের ২ ছক্কা, গুজরাটের অসাধারণ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৯ এপ্রিল ২০২২ | আপডেট: ০৮:৫৬, ৯ এপ্রিল ২০২২

রোমাঞ্চকর এক জয় পেয়েছে গুজরাট টাইটান্স। শেষ দুই বলে প্রয়োজন ১২ রান, টানা দুই ছক্কা মেরে দলকে উৎসবে মাতিয়েছেন ব্যাটার রাহুল তেওয়াতিয়া।

শুক্রবার আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে গুজরাট টাইটান্সের প্রয়োজন ছিল ১৯ রান। বল হাতে আসেন ওডিন স্মিথ, তার প্রথম বলে ওয়াইড এবং চতুর্থ বলে ওভারথ্রোটা যেন শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল পাঞ্জাবের। নইলে স্ট্রাইক পেতেন না রাহুল তেওয়াতিয়া।

এরপর ‘বৈধ’ প্রথম বলে হার্দিক পান্ডিয়া রান আউট হয়ে গেলে গুজরাটের জন্য কাজটা হয়ে যায় ভীষণ দুরূহ।
এর পরের বলে তেওয়াতিয়া নিতে পারেন ১ রান। তৃতীয় বলে চার মারেন ডেভিড মিলার। ৩ বলে দরকার ১৩। 

পরের বল ঠিকমতো খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান, বল চলে যায় বোলার স্মিথের হাতে। ম্যাচও বলা যায় তাদের মুঠোয়, কেননা শেষ দুই বলে ছক্কা হলেও অন্তত হারতে হবে না তাদের।

কিন্তু তেওয়াতিয়া ক্রিজের বাইরে থাকায় ক্যারিবিয়ান অলরাউন্ডার রান আউটের চেষ্টায় থ্রো করে বল স্টাম্পে লাগাতে পারেননি। সেই সুযোগে ১ রান নিয়ে স্ট্রাইকে চলে যান তেওয়াতিয়া। এরপরই অবিশ্বাস্য কাজটা করে দেখান তিনি। পরের দুই বল ছক্কায় উড়িয়ে দারুণ জয়ের উচ্ছ্বাসে ডানা মেলে দেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। 

৩ বলে তার ১৩ রানই গড়ে দিয়েছে ব্যবধান। তবে দলের ৬ উইকেটে জয়ের মূল নায়ক শুবমান গিল। ১৯০ রানের লক্ষ্য তাড়ায় তরুণ এই ওপেনারের ৫৯ বলে ৯৬ রানের দারুণ ইনিংসে লক্ষ্যে ছুটতে থাকে গুজরাট।

মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে রান তাড়ায় শুবমান শুরুই করেন মুখোমুখি প্রথম দুই বলে দুটি চার মেরে। ৪৫ রানে একবার জীবন পেয়ে তিনি ৭ চার ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করেন ২৯ বলে।

শেষ ৫ ওভারে গুজরাটের দরকার ছিল ৫৬ রান। শুবমান ও পান্ডিয়া লড়াইয়ে রাখেন দলকে। শুবমানের সেঞ্চুরিটাও মনে হচ্ছিল নাগালে। কিন্তু খুব কাছে গিয়ে শেষের আগের ওভারে কাগিসো রাবাদার বলে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

শূন্য দিয়ে আইপিএল শুরুর পর দ্বিতীয় ম্যাচে শুবমান করেন ৪৬ বলে ৮৪। এবার ১১ চার ও একটি ছক্কায় ৫৯ বলে খেললেন ৯৬ রানের অসাধারণ ইনিংস।

তার বিদায়ের পরই শেষ ওভারের ওই রোমাঞ্চ। শেষ পর্যন্ত তেওয়াতিয়ার ব্যাটে জয়ের হাসি হাসে গুজরাট।

এর আগে এবারের আইপিএল নিলামের সবচেয়ে দামি বিদেশি লিয়াম লিভিংস্টোনের ২৭ বলে ৬৪ রান, ৩০ বলে ৪ চারের মারে ৩৫ রান করেন ধাওয়ান। এছাড়া জিতেশ শর্মা ১১ বলে ২৩ ও শাহরুখ খান করেন ৮ বলে ১৫ রান। তাতে বড় পুঁজি পেয়েছিল পাঞ্জাব। 

কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট হলো না। তাদের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিলেন তেওয়াতিয়া। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি